ভূমিকম্পের প্রস্তুতি (১)

বাংলাদেশে মৃদু মৃদু ভূমিকম্প বাড়তেছে। এরপর বড় ধরনের একটা ভূমিকম্প হবে কিনা সেটা বিশেষজ্ঞরা ভালো বলতে পারবে। ভূমিকম্পে ঢাকার অধিকাংশ বিল্ডিং কলাপস করবে বলে অনেকদিন ধরেই বিশেষজ্ঞরা বলে আসতেছে। ভূমিকম্পের প্রথম ধাক্কায় যত লোক মারা যাবে তার কয়েকগুন বেশী মারা যাবে ধ্বংসস্তুপে আটকে থেকে। তাই এই ধ্বংসস্তুপের ভেতরে সার্ভাইব করা ও এর থেকে বের হয়ে আসার জন্য প্রস্তুতি রাখা মনে হয় ভালো। এই প্রস্তুতির জন্য কয়েকটা জিনিষ জরুরী:


১) শুকনা খাবার ও পানি (অন্তত দুই/তিন দিন সার্ভাইব করার জন্য)। টিন ফুড কিনে স্টোর করতে পারেন কিছু, এগুলো অনেকদিন ভালো থাকে।
২) জানালার গ্রীল কাটার জন্য হ্যাকস ও প্লায়ার্স। কারণ আপনার সিঁড়ি বা লিফট ব্যবহারউপযোগী নাও থাকতে পারে। থাকলেও বের হওয়ার পথ ব্লক থাকা অস্বাভাবিক না। তখন গ্রীল কেটে বের হতে পারবেন।
৩) লম্বা দুইটা দড়ি। প্রতিটা কমপক্ষে ৬০/৭০ ফিট হতে হবে, যাতে পাঁচতলার উপর থেকেও নামতে পারেন।
৪) হ্যান্ড গ্লোভস। দড়ি বেয়ে নামার জন্য কাজে আসবে।
৫) ব্যাটারি ও চর্চ লাইট।
৬) একটা ছোট সাধারণ রেডিও। সব ডিসকানেক্ট হয়ে গেলেও রেডিওতে আপডেট পাবেন।
৭) একটা হুইসেল বাঁশি।
৮) টুল-কিট (এটা নানা ধরনের কাজে আসতে পারে)।
৯) ফার্স্ট-এইড কিট।
১০) বেশ কিছু ফেস/ডাস্ট মাস্ক (প্রাথমিক ধূলাবালির ধাক্কা থেকে রক্ষা পেতে)।
১১) ক্যাশ টাকা রাখবেন কিছু সাথে। অন্তত হাজার দশেক টাকা যেন সবসময় ক্যাশ থাকে। ভূমিকম্প হলে এটিএম বুথের নেটওয়ার্ক কাজ নাও করতে পারে।
১২) একটা ডগ হুইসেল রাখবেন। এই হুইসেলের শব্দ শুধুমাত্র কুকুর শুনতে পায়। উদ্ধারকারী দল আপনার অবস্থান বের করতে পারবে সহজে যদি মাঝে মাঝে এটা বাজাতে থাকেন। বিশেষ করে যদি উদ্ধারের শব্দ শুনতে পান তখন বাজিয়ে তাদের সাথে থাকা উদ্ধার কাজে ট্রেইনিং দেয়া কুকুরদের সংকেত দিতে।



আরো আইটেম আছে। নেটে disaster kit লিখে সার্চ দিলে পাবেন। কেউ চাইলে এধরনের কিট বাজারজাত করতে পারেন, এর চাহিদা তৈরি হবে আরো কয়েকবার ছোটখাটো ভূমিকম্প হলেই।

এছাড়াও সার্ভাইবালের উপরে ট্রেইনিং থাকলে ভালো, না থাকলে নেট সার্চ করে শিখতে শুরু করেন। যেকোন সময় কাজে আসতে পারে।


ত্রিভুজ আলম

ত্রিভুজ আলম

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখালেখি

লেখকের আরো লেখা

ত্রিভুজ আলম কমিউনিকেশন স্কিল - ১

কিছু মানুষকে দেখবেন আপনার খুব ভালো লাগে আর কিছু মানুষকে বিরক্তিকর। কিছু মানুষ সহজেই আপনাকে সব বুঝিয়ে দিতে পারে আর কিছু মানুষ সারাদিন কথা বলেও বোঝাতে প...

ত্রিভুজ আলম বারমুডা ট্রায়াঙ্গল - একটি সফল বানিজ্যিক রহস্য!

মানুষ স্বভাবগত ভাবেই রহস্য প্রিয়। রহস্য প্রিয় মানুষেরা রহস্যের খোঁজে বের হয়ে যুগে যুগে পৃথিবীর জন্য অনেক কিছু করেছেন তাই রহস্যপ্রিয়তাকে মানুষের স্বভাব...

ত্রিভুজ আলম ভাইরাসমুক্ত নিরাপদ কম্পিউটার

উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের ভেতরে এরকম কাউকে খুঁজে পাওয়া দুস্কর যিনি কখনো ভাইরাসে আক্রান্ত হননি। এন্টিভাইরাস সফটওয়্যারের পেছনে অনেক টাক...