আমরা আর সেই সময়ে ফিরতে পারবো না হয়তো...
আমরা একটা অদ্ভুত প্রজন্ম। আমরা রেডিও থেকে ইন্টারনেট ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের যুগ পর্যন্ত দেখছি। পাল তোলা নৌকা থেকে হাইড্রোফয়েল, গরুর গাড়ি থেকে ম্যাগলেভ ট্রেইন ও স্টারশিপ। গত ৩০/৪০ বছরে পৃথিবী যত দ্রুত পরিবর্তন হয়েছে এর আগে কখনো তা হয়নি। আমরা এই সময়টার সাক্ষী।
ইউটিউবে মির্জা গালিবের '
আহ কো চাহিয়ে' শুনতেছিলাম। খুব ছোটবেলা পালতোলা নৌকায় চড়ার স্মৃতি আমার মনে আছে। এটা আমারে সেই সময়ে ফিরিয়ে নিয়ে গেল। আর গজলটার লিরিক নিয়ে গেল সেই সময়টায় যখন ইমোশনগুলোও অন্যরকম ছিলো। আমরা আর সেই সময়ে ফিরতে পারবো না হয়তো...
Aashiqee sabr talab aur tamanna betaab
Dil ka kya rang karoon khoon-e-jigar hone tak?
নেটফ্লিক্সে Resurrection Ertugrul এর ১৭৫ এপিসোড পর্যন্ত দেখেছিলাম। এমন না যে সিরিজটা খুব ওয়েল মেইড, তাও দেখেছি। দু'টো কারণে। এর একটা হচ্ছে— যে সময়টা ওখানে চিত্রিত হয়েছে, সম্পর্কগুলো যেভাবে দেখানো হয়েছে, পাস্পরিক শ্রদ্ধাবোধ ও স্ট্রং পারিবারিক বন্ধনের যে আবহ, এগুলো তো এই সময়ে বিরল। রেডিও ও পালতোলা নৌকা আমলের প্রজন্ম হওয়াতে কিনা জানি না, এসব খুব মিস করি।
Sarakti jaye hai, rukh se naqab, ahista ahista,Nikalta aaya raha hai, aaftaab, ahista ahista.Jawa ho ne lage jab wo toh, hamse karliya pardaa,Haya yak lakht ayi aur shabab, ahista ahista.এখন তো এমনকি কষ্টগুলোর সংজ্ঞাও বদলে যাচ্ছে। আমরা তো এমনটা চাইনি...
O dard se mera daaman bharde ya AllahPhir chahe deewana karde ya AllahMaine tujh se chaand sitaare kab maangeRoshan dil bedaar nazar de ya Allah