দ্বিতীয় শহর

দ্বিতীয় শহরের প্রবেশ পথে ইমিগ্রেশন অফিসার দু'জন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। নিজেকে কেমন যেন অপরাধী অপরাধী লাগছে। তবে এখনো আমি জানি না কী আমার অপরাধ। দ্বিতীয় শহরের ব্যপারটায় একটু অপ্রস্তুত বোধ করছি। প্রথম শহরের নাগরিকত্বের সময় শেষ হয়ে গেলে সকলকেই শহর থেকে বের করে দেয়া হয়। এরপরে যে আর কোন শহর থাকতে পারে এটা আমার চিন্তায় ছিলো না। যদিও কেউ কেউ দ্বিতীয় শহরের এই ব্যপারটা নিয়ে কথা বলতো। তাদের সেইসব বর্ননা এতটাই রংচংয়ে আর উদ্ভট ছিলো যে সেটাকে পাত্তা দেয়া জরুরী মনে হয়নি। তারাও এই দ্বিতীয় শহরের প্রবেশ পথে আমার মতই হকচকিয়ে যাবে, যদিও তারা এই শহরের অস্তিত্ব সম্পর্কে কথা বলতো।

ইমিগ্রেশন অফিসারের কাছে দ্বিতীয় শহর সম্পর্কে কিছু জানতে চাওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছি না। সময় তারিখটা অন্তত জানা যাক।

'আজকে কত তারিখ? এখন ক'টা বাজে?'

অফিসার দু'জনের কারো ভেতরেই কোন ভাবান্তর দেখা গেল না। ডানদিকের জন বললো- 'এখানে সময় তারিখ বলে কিছু নেই।'

'তাহলে? এখানে আমি কতদিন ধরে থাকবো?'

'কতদিন বলে এখানে কিছু নেই।' বাঁদিকের অফিসার নির্বিকার মুখে বললো।

'এর মানে কী?', আবার জানতে চাইলাম।

'সময় বলতে আপনি যা বোঝেন সেভাবে যদি বলি তাহলে আপনি সবসময় এখানেই ছিলেন, আছেন এবং থাকবেন।'

২৭ ফেব্রুয়ারী ২০১৭
উত্তরা, ঢাকা


ত্রিভুজ আলম

ত্রিভুজ আলম

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখালেখি

লেখকের আরো লেখা

ত্রিভুজ আলম কমিউনিকেশন স্কিল - ১

কিছু মানুষকে দেখবেন আপনার খুব ভালো লাগে আর কিছু মানুষকে বিরক্তিকর। কিছু মানুষ সহজেই আপনাকে সব বুঝিয়ে দিতে পারে আর কিছু মানুষ সারাদিন কথা বলেও বোঝাতে প...

ত্রিভুজ আলম বারমুডা ট্রায়াঙ্গল - একটি সফল বানিজ্যিক রহস্য!

মানুষ স্বভাবগত ভাবেই রহস্য প্রিয়। রহস্য প্রিয় মানুষেরা রহস্যের খোঁজে বের হয়ে যুগে যুগে পৃথিবীর জন্য অনেক কিছু করেছেন তাই রহস্যপ্রিয়তাকে মানুষের স্বভাব...

ত্রিভুজ আলম ভাইরাসমুক্ত নিরাপদ কম্পিউটার

উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের ভেতরে এরকম কাউকে খুঁজে পাওয়া দুস্কর যিনি কখনো ভাইরাসে আক্রান্ত হননি। এন্টিভাইরাস সফটওয়্যারের পেছনে অনেক টাক...