Create an account
Needed to verify your account
Username [Remember it for login]
ত্রিভুজ ডট নেট থিংকার ক্লাউডের সাথে মার্জ হচ্ছে। মার্জের পর থিংকার ক্লাউড একাউন্ট দিয়েই এখানে লগইন করা যাবে। আপাতত নতুন একাউন্ট তৈরি করা বন্ধ থাকবে।

ত্রিভুজ নেটওয়ার্ক কী?

হ্যালো, আমি ত্রিভুজ আলম। ত্রিভুজ নেটওয়ার্ক আমার ব্যক্তিগত লেখালেখি ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এখানে আমার বিভিন্ন ভাবনা প্রকাশ করি। যারা আমার ভাবনাগুলো পড়তে চায় কিংবা যারা আমার সাথে বন্ধুত্ব করতে চায় তারা এই সাইটে লগইন করার পর তা করতে পারে।

আপনি যদি ইতিমধ্যে Varsitian.com কিংবা Thinkr Club-এ একাউন্ট তৈরি করে থাকেন তাহলে এখানে নতুন করে একাউন্ট বানাতে হবে না। Varsitian বা Thinkr Club-এর আইডি/পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করতে পারবেন। এটি vAuth নামক একটি কমন অথেনটিকেশন সার্ভিস ব্যবহার করছে, ফলে একই আইডি দিয়ে vAuth সাপোর্টেড সকল সাইটে লগইন করা যায়।

এছাড়াও আরো কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে-